Your Doctor, Just a Chat Away

কিভাবে পরামর্শ পাবেন?

Posted by:

|

On:

|

চিকিৎসা বিষয়ক প্রাথমিক পরামর্শ এখন বিনামূল্যে*
একজন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার এই পরামর্শ দিয়ে থাকবেন।
পরামর্শ পেতে ইনবক্সে সমস্যার কথা লিখে জানান।

যা যা পাচ্ছেন এই পরিষেবায়-
১। আপনার শারীরিক সমস্যার বিষয়ে চিকিৎসা বিষয়ক প্রাথমিক পরামর্শ।
২। একজন জেনারেল ফিজিশিয়ান (বিএমডিসি রেজিস্টার্ড সিনিয়র এমবিবিএস) ডাক্তার আপনার সমস্যার বিষয়ে কথা বলবেন। পরিচিতি পর্বে ডাক্তার তার বিএমডিসি নম্বর সরবরাহ করবেন।
৩। আপনি ডাক্তারের সাথে ফোনে বা ভিডিও কলেও পরামর্শ করতে পারবেন, তবে সেক্ষেত্রে আলাদা চার্জ প্রযোজ্য হবে।

যে বিষয়গুলি আমাদের এই পরিষেবার অন্তর্ভুক্ত নয়,
১। ইমারজেন্সি কোন সমস্যায় অবশ্যই আপনাকে কাছাকাছি কোন হাসপাতালের জরুরী বিভাগে যোগাযোগ করতে হবে।
২। যেহেতু এই প্লাটফর্মের মাধ্যমে রোগীকে সরাসরি দেখা বা পরীক্ষা নিরিক্ষা করার সুযোগ থাকে না, তাই আমাদের ডাক্তারগণ সাধারনত এন্টিবায়োটিক প্রদান করেন না। তবে OTC (Over the Counter) মেডিসিনসহ সাধারণ ব্যবস্থাপত্র দেয়া হয়। জটিল রোগীর ক্ষেত্রে সরাসরি একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

উল্লেখ্য, যে কোন ধরনের ওষুধে এলার্জিক প্রতিক্রিয়া হতে পারে। তাই এমতাবস্থায় অতিদ্রুত হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা নিতে হবে।

আমাদের চিকিৎসকগণ প্রাথমিক পরামর্শ দিয়ে থাকবেন, সেগুলি মেনে চলা অথবা গুরুতর ক্ষেত্রে সরাসরি একজন ডাক্তারের শরণাপন্ন হওয়া রোগীর একান্ত নিজ দায়িত্ব। এই বিষয়ে কোন ধরনের অবহেলা অথবা জটিলতার দ্বায় ভার HelloDoctor.org বহন করিবে না।

*চ্যাট-ভিত্তিক প্রথম পরামর্শের ক্ষেত্রে।